Recent Activities

গত বছরের ন্যায় এ বছরও শেল্টার সমাজ কল্যাণ সংস্থার ঝিনাইদহে পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন কর্মসূচী অব্যহত রয়েছে । ১৭-০৯-২০২৪ তারিখে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সহযোগীতায় এ তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সেসময় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম, উপ-পরিচালক শাহানুর রেজা, প্রশিক্ষণ কর্মকর্তা মেহেদি হাসান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম জানান, মাস ব্যাপী সদর উপজেলার বিভিন্ন সড়কের পাশে, মাঠ, খালের ধারে ২০ হাজার তালবীজ বপন করা হবে।

ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রে কুষ্টিয়া জেলার অন্যতম সহযোগী সংস্থা শেল্টার সমাজ কল্যাণ সংস্থা । সহযোগী সংস্থা শেল্টার সমাজ কল্যাণ সংস্থা কুষ্টিয়া জেলার সদর উপজেলা ও মিরপুর উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে । এরই ধারাবাহিকতায় সম্প্রতি উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান ও চাল বিতরণ করা হয় ।

Seed distribution under Shelter’s Agriculture Program.

Seed distribution under Shelter’s Agriculture Program.

দেশের বন্যা কবলিত ১২ টি জেলায় চলছে মানবিক বিপর্যয়। এ বিপর্যয়ে জরুরীভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার নিবেদিত প্রাণ কর্মীরা নিরলসভাবে কাজ করে দুর্গত এলাকার মানুষের হাতে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল : ১. চাউল ২. চিনি ৩. ডাউল ; ৪. লবণ ৫. সাবান ৬. সয়াবিন তেল

৭. কাপড়কাচা পাউডার ৮. হলুদ গুড়া ৯. মরিচ গুড়া ১০. আলু

১১. স্যানিটারি ন্যাপকিন ১২. খাবার স্যালাইন ১৩. বিস্কুট

১৪. কাপড় (পাঞ্জাবী , লুঙ্গী, শাড়ি, সালোয়ার কামিজ, বাচ্চাদের পোশাক) ১৫. খাবার পানি ১৬. নগদ টাকা

আজ ৩১ – ০৮ – ২০২৪ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপ -পরিচালক শেখ শাহনুর রেজা আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠকে এর কুফল ও পরিত্রানের উপায় বিষয়ে আলোচনা করেন।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান সহ  এই দুই সংস্থার স্বেচ্ছাসেবক বৃন্দ ঝিনাইদাহ শহরে পরিষ্কার–পরিচ্ছন্নতা  অভিযান চালিয়েছেন ।

গত ১১.০৭.২০২৪ ইং তারিখে ঝিনাইদহ জেলা জিও – এনজিও মাসিক সমম্বয় মিটিংএ শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন।

গত ৩০.০৬ .২০২৪ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠকে এর কুফল ও পরিত্রানের উপায় বিষয়ে আলোচনা করেন।

গত ৩০.০৬ .২০২৪ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠকে এর কুফল ও পরিত্রানের উপায় বিষয়ে আলোচনা করেন।

৬/৬/২০২৪ তারিখে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের  আওতায়  ২০২৩-২০২৪  চক্রে  কুষ্টিয়া জেলার  সহযোগী  সংস্থা শেল্টার সমাজ  কল্যাণ সংস্থা উপকারভোগী মহিলাদের প্রশিক্ষণ প্রদান করেছে। উক্ত  প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত  ছিলেন আনিছা  আফরোজ, সহকারী পরিচালক (জন সংযোগ শাখা ), মহিলা  বিষয়ক অধিদপ্তর, ঢাকা;  শম্পা আখতার,  প্রশিক্ষক, মহিলা  বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়া; মোঃ রাকিব হাসান , জেন্ডার প্রোমোটার, মহিলা  বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়া;  মোঃ হাবিবুর রহমান, কোঅর্ডিনেটর, শেল্টার সমাজ কল্যাণ সংস্থা সহ মহিলা  বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগণ।

‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রে কুষ্টিয়া জেলার অন্যতম সহযোগী সংস্থা শেল্টার সমাজ কল্যাণ সংস্থা । সহযোগী সংস্থা শেল্টার সমাজ কল্যাণ সংস্থা কুষ্টিয়া জেলার সদর উপজেলা ও মিরপুর উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে । এরই ধারাবাহিকতায় সম্প্রতি মিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান ও চাল বিতরণ করা হয় ।

তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রা রেকর্ড। ঠিক এমন সময় এক মহতী উদ্যোগ নিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে ” শেল্টার সমাজ কল্যাণ সংস্থা” । ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় ও চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম নিজ উদ্যোগে এপ্রিল ও মে মাস ব্যাপী খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন , সরবত, কলা ও পাউরুটি বিতরণ করছেন। তিনি গণমাধ্যমকে বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা হত দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি । করোনা কালীন সময়েও যখন সবাই ঘরে, আমরা অসহায় মানুষের জন্য মাক্স, স্যানিটাইজার সহ বিভিন্ন উপকরণ ও খাদ্যসামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলাম। যাতে করে অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘব হয়। তাইতো আমরা তীব্র খরায় অসহায় মানুষের পাশে আছি।

শুভ নববর্ষ ১৪৩১

অসহায় বৃদ্ধার দায়িত্ব নিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম। 

আছিরন নেসা ৮৫ বছরের একজন অসহায় বৃদ্ধা ।  বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের রাওতাইল গ্রামে।  থাকতেন  ছাগলের  ঘরে। স্বামী আগেই   মারা গেছেন।  সন্তানেরা  হতদরিদ্র।  তার এ অবস্থা দেখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার  নির্বাহী  পরিচালক  মোছাঃ রোমেনা  বেগম  এই অসহায় বৃদ্ধার আজীবনের জন্য ভরণপোষণ,  চিকিৎসা  সহ  অন্যান্য  সমস্ত  খরচ বহন করবেন ।  ইতোমধ্যে  তিনি  আছিরন  নেসার  জন্য  নতুন  ঘর  বানিয়ে  দিয়েছেন।  ঘরের  য়োজনীয়  আসবাবপত্র ও লেপ, তোষক , চাদর সহ অন্যান্য তৌজসপত্র  যেমন থালাবাসন,  বালতি, ফ্যান  ইত্যাদি  দিয়েছেন।  প্রতি মাসের  শুরুতে  প্রয়োজনীয়  মাসিক  বাজার  তার  ঘরে  পৌঁছে  যাচ্ছে । তার  হতদরিদ্র  সন্তানেরা   প্রতিদিন  তার  মায়ের  সাথে  দেখা  করছেন।  এ  ভাবে  বৃদ্ধা  আশ্রমে  না  থেকে   নিজ  বাড়িতে  থেকে সন্তানদের  সান্নিধ্যে  শান্তিতে জীবন  যাপন  করছেন। 

ঝিনাইদহ  জেলার  বিভিন্ন  এলাকায়  ও  চুয়াডাঙ্গা  জেলার  দর্শনাতে  শেল্টার সমাজ  কল্যাণ সংস্থার  নির্বাহী পরিচালক  মোছাঃ  রোমেনা  বেগম  নিম্ন  মধ্যবিত্ত  পরিবার  (যারা প্রকাশ্যে সাহায্য নিতে লজ্জাবোধ করে এমন পরিবার), অসহায় ও ছিন্নমূল নারী ও পুরুষদের মাঝে মাসব্যাপী (রমজান ২০২৪) ব্যাবসা  শুরুর  জন্য  প্রয়োজনীয়  কাপড়  সহ   সেলাই  মেশিন,  ইফতার  ও  সাহরির  জন্য ন গদ  অর্থ ও খাদ্য  সামগ্রী  প্রদান  করেন।

২৬ .৩. ২০২৪। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা এর শ্রদ্ধাঞ্জলি।

‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রে কুষ্টিয়া জেলার অন্যতম সহযোগী সংস্থা শেল্টার সমাজ কল্যাণ সংস্থা । সহযোগী সংস্থা শেল্টার সমাজ কল্যাণ সংস্থা কুষ্টিয়া জেলার সদর উপজেলা ও মিরপুর উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে । এরই ধারাবাহিকতায় সম্প্রতি উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান ও চাল বিতরণ করা হয় ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ -এ ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা -এর শ্রদ্ধাঞ্জলি

ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম অসহায় ও ছিন্নমূল নারী ও পুরুষদের মাঝে মাসব্যাপী (জানুয়ারী ২০২৪) শীতবস্ত্র, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম অসহায় ও ছিন্নমূল নারী ও পুরুষদের মাঝে মাসব্যাপী (জানুয়ারী , 2024) শীতবস্ত্র, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

‘যখন যেখানে ডাক্তার নেই , স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে রইচ উদ্দিন আকন্দ হাসপাতাল(প্রা.) লি. ও ভারত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সহযোগিতায় শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ‘ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প’ বাস্তবায়ন করছে ।

যখন যেখানে ডাক্তার নেই , স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে রইচ উদ্দিন আকন্দ হাসপাতাল(প্রা.) লি. ও ভারত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সহযোগিতায় শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ‘ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রকল্প’ বাস্তবায়ন করছে । ‘স্বাস্থসেবা’ বিষয়ক দিনব্যাাপী কর্মশালা বুধবার (৩১ জানুয়ারী, ২০২৪ ) সংগঠনের প্রকল্প কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। শেল্টার সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম, উপ-পরিচালক শাহানুর রেজা, প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান সহ প্রকল্পের সকল কর্মকর্তা ও স্বাস্থ্য সেবিকা উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় শেল্টার সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম প্রকল্পের কর্মকর্তা ও স্বাস্থ্য সেবিকাদের মাঝে এপ্রোন ও বিনামূল্যে বিতরণের জন্য শিশুদের কৃমিনাশক ঔষধ ও হাঁস -মুরগির রোগ প্রতিরোধক ঔষধ প্রদান করেন।

‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রে কুষ্টিয়া জেলার সহযোগী সংস্থা (শেল্টার সমাজ কল্যাণ সংস্থা , শিরোপা, সিসডা, রিসডা – বাংলাদেশ ও পদ্মা) নিয়ে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রশিক্ষণ কেন্দ্রে (১৭ – ১৮ জানুয়ারি, ২০২৪) ২ দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক মহোদয় এবং কুষ্টিয়া জেলার সকল উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগণ ।

বিজয় দিবস 2023

Shelter’s representation in the Seminar of Women’s Rights and CSOs Role held on 14.11.2023

Shelter’s representation in the event of Knowledge Share and Awareness Campaign as a member of Khulna Divisional Environment Conservation Forum held on 13.11.2023

গতকাল 13.11. 2023 ঝিনাইদহ জেলার কৃতি সন্তান কুয়েট- এর শিক্ষক ও পরিচালক (ছাত্র কল্যাণ) এর কার্যালয় প্রফেসর ডক্টর মো: আব্দুল মতিনের অফিস রুমে চায়ের দাওয়াতে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা সহ ঝিনাইদহের কয়েকজন এনজিও প্রতিনিধি।

Shelter’s representation in the khulna Divisional Environment Conservation Forum Seminar held on 30 October, 2023

Shelter’s representation in the10th AGM of ADAB 2023, Jhenaidah District held on 28 October, 2023

আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠকে এর কুফল ওপরিত্রানের উপায় বিষয়ে আলোচনা – 26 .10 . 2023

Seed distribution and awareness activities at Durga Narayanpur Putia, Dogachi Union, Jhenaidah on 26 .10 . 2023 under Shelter’s Agriculture Program.

‘জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন’ এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও তামাক কোম্পানীর বেপরোয়া শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও শেল্টার সমাজ কল্যাণ সংস্থা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম, উপ-পরিচালক শাহানুর রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোকসানা খাতুন, ডাস’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম রবি ও সাজ্জাদ আহম্মেদ।

সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্যকে প্রধান্য দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার পাশাপাশি কয়েকটি সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো-দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানীর প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে কোড অব কন্ডাক্ট গ্রহণ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত চুড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা, টাক্সফোর্স কমিটিসমূহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ, সভার সিন্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানী/প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদাণ, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত করা ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।

Some recent “Anti-Tobacco Campaign” activities of Shelter Samaj Kallyan Shangstha at Darshana, Damurhuda , Chuadanga.

Some recent “Anti-Tobacco Campaign” activities of Shelter Samaj Kallyan Shangstha.

ঝিনাইদহে পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এরি ধারাবাহিকতায় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা , সিডিপি এবং প্রকৃতি ও জীবন ক্লাব দূর্গাপুর গ্রামের নূরলীর বিলে ২ হাজার তালবীজ রোপন করা হয়।

ঝিনাইদহে পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা, কনেজপুর ও কুমড়াবাড়িয়া খালের ধার দিয়ে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা এবং সিডিপির সহযোগীতায় এ তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সেসময় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম, উপ-পরিচালক শাহানুর রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোখসানা খাতুন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ, সামাজিক বনায়ন সমিতির সভাপতি নুরুল ইসলাম, সমাজ সেবক আল-আমিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম জানান, কয়েক দিন ধরে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে, মাঠ, খালের ধারে ৫ হাজার তালবীজ বপন করা হবে।

ঝিনাইদহ সদর উপজেলা এনজিও মাসিক সমম্বয় মিটিংএ 30 .08 . 2023 ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন।

ঝিনাইদহ জেলা জিও – এনজিও মাসিক সমম্বয় মিটিংএ শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন

১৫ই অগাস্ট, ২০২৩ জাতীয় শোক দিবসে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার শ্রদ্ধাঞ্জলি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীতে  শেল্টার সমাজ কল্যাণ সংস্থার শ্রদ্ধাঞ্জলি 

এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ৭ আগস্ট, ২০২৩, রোজ: সোমবার, ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্র, চুয়াডাঙ্গায় দিনব্যাপী সংস্থার দক্ষতা মূল্যায়ন ফলো-আপ কর্মশালার শেল্টার সমাজ কল্যাণ  সংস্থার  অংশগ্রহন

ঝিনাইদহ সদর উপজেলা এনজিও মাসিক সমম্বয় মিটিংএ ৩০ .০৭ .২০২৩  ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠক  ২৭  .০৭ . ২০২৩

ঝিনাইদহে ব্লক ও বাটিকের উপর ৫ দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালা । ওয়েব’র উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা।

ঝিনাইদহ জেলা জিও – এনজিও মাসিক সমম্বয় মিটিংএ ০৯/০৭ /২০২৩ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন

ঝিনাইদহ সদর উপজেলা এনজিও মাসিক সমম্বয় মিটিংএ ২০/০৬/২০২৩ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থা শুভ নববর্ষ ১৪৩০ মঙ্গল শোভাযাত্রা- অংশ গ্রহণকৃত সংস্থাগুলোর মধ্যে পুরস্কার প্রাপ্ত হয়।শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম পুরস্কার গ্রহণ করেন ।

Seed distribution and awareness activities at Paschim para, Naldanga Union, Jhenaidah on 20 .06 . 2023 under Shelter’s Agriculture Program.

Seeds distribution and awareness activities at Bergopinathpur, Jhenaidah Municipality Area, Jhenaidah on 19.06.2023 under Shelter’s Agriculture Program.

Seeds distribution and awareness activities at Laxmicol, Jhenaidah Municipality Area, Jhenaidah on 19.06.2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution and awareness activities at Dhopaghata, Jhenaidah Municipality Area, Jhenaidah on 18.06.2023 under Shelter’s Agriculture Program.

ঝিনাইদহ জেলা জিও – এনজিও মাসিক সমম্বয় মিটিংএ আজ ১৫/০৬ /২০২৩ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন

Seed distribution and awareness activities at Arpara, Naldanga Union, Jhenaidah on 13 .06 . 2023 under Shelter’s Agriculture Program.

Seed & Seedlings distribution and awareness activities at Durgapur Paschim Para, Purahati Union, Jhenaidah on 11.06 .2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution and awareness activities at Chaklapara, Jhenaidah Municipality Area, Jhenaidah on 11.06.2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution and awareness activities at Islampur Putia, Dogachi Union, Jhenaidah on 08.06 .2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution and awareness activities at Jhopjhopia, Kumrobaria Union, Jhenaidah on 01.06 .2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution and awareness activities at Miakundu, Furshundi Union, Jhenaidah on 01.06 .2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution and awareness activities at Shaatbaria, Jhenaidah Municipality Area, Jhenaidah on 01.06.2023 under Shelter’s Agriculture Program.

Seed distribution and awareness activities at Ghorsal Union, Jhenaidah Sadar Upazilla, Jhenaidah on 30.05.2023 under Shelter’s Agriculture Program.

Seed distribution and awareness activities at Surat Union, Jhenaidah Sadar Upazilla, Jhenaidah on 29.05.2023 under Shelter’s Agriculture Program.

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠক ২৮ /০৫/ ২৩

Seedlings distribution and awareness activities at Shikarpur, Jhenaidah Municipality Area, Jhenaidah on 28.05.2023 under Shelter’s Agriculture Program.

Shelter’s representation in the District GO-NGO Coordination Meeting held on 24 May, 2023

Follow-up visit at Rawtara, Kumrobaria, Jhenaidah on 17.05.2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution at Santipara, Darshana , Chuadanga on 15.5.2023 under Shelter’s Agriculture Program.

ঝিনাইদহ জেলা জিও – এনজিও মাসিক সমম্বয় মিটিংএ আজ ২৫/০৪ /২০২৩ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন।

শুভ নববর্ষ ১৪৩০

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও ছিন্নমূল নারী ও পুরুষদের মাঝে এগারো এপ্রিল’ ২৩ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

দৈনিক সমাজের কথা খবরের কাগজে খবর: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক জনাব এস.এম রফিকুল ইসলামকে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় 11-04-23 তারিখে।

ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক জনাব এস.এম রফিকুল ইসলামকে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় 11-04-23 তারিখে।

Newspaper clippings on Organic manure preparation training, Seedbed preparation, seedlings distribution and awareness activities at Arpara, Naldanga , Jhenaidah Sadar, Jhenaidah on 02.04.2023 under Shelter’s Agriculture Program.

২৯/০৩/২০২৩ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ঝিনাইদহ সদর উপজেলার সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে দুই জন শারীরিক প্রতিবন্ধি ব্যাক্তির মাঝে দুইটি হুইল চেয়ার বিতরণ করে। হুইল চেয়ার প্রাপক দুইজন হলেন-আব্দুল গফুর মন্ডল, গ্রাম-বেড়বাড়ি, ইউনিয়ন পাগালাকানাই ও অশোক বিশ্বাস, গ্রাম-চাকলাপাড়া, ওয়ার্ড নং-০৭, ঝিনাইদহ।

ঝিনাইদহ সদর উপজেলা এনজিও মাসিক সমম্বয় মিটিংএ আজ ২৯/০৩/২০২৩ ইং তারিখে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অংশ গ্রহণ করেন সংস্থার কর্মসূচী সম্বয়কারী মোছাঃ রোখসানা খাতুন।

ঝিনাইদহ জেলার মার্চ ২০২৩ ‘এনজিও বার্তা’য় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সখিনা খাতুনের দিন বদলের গল্প।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার কর্মসূচি সমন্বয়কারী রোখসানা খাতুন ঝিনাইদহ জেলার মার্চ ২০২৩ ‘এনজিও বার্তা’ প্রকাশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Shelter’s representation in the District GO-NGO Coordination Meeting held on 27 March, 2023

২৬.০৩.২০২৩। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা এর শ্রদ্ধাঞ্জলি।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠকে এর কুফল ওপরিত্রানের উপায় বিষয়ে আলোচনা করেন

স্থান: হরিশংকরপুর, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ (২২ /০৩ / ২0২৩)

Photos of Organic manure preparation training, Seedbed preparation, seedlings distribution and awareness activities at Narahridra, Harishankarpur , Jhenaidah Sadar, Jhenaidah on 22.03.2023 under Shelter’s Agriculture Program.

Newspaper clippings on Organic manure preparation training, seedbed preparation, seedlings distribution and awareness activities at Narahridra, Harishankarpur , Jhenaidah Sadar, Jhenaidah on 22.03.2023 under Shelter’s Agriculture Program.

Seedlings distribution and awareness activities at Ward no. 2, Jhenaidah Municipality Area, Jhenaidah on 19.03.2023 under Shelter’s Agriculture Program.

Organic manure preparation training, seedbed preparation, seedlings distribution and awareness activities at Rawtara, Kumrobaria, Jhenaidah on 16.03.2023 under Shelter’s Agriculture Program.

আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠকে এর কুফল ওপরিত্রানের উপায় বিষয়ে আলোচনা – 12.3.2023

Seedlings distribution at Holidhani, Jhenaidah on 12.3.2023

Shelter’s International Women’s Day 2023 Celebration

Seedlings distribution’s newspaper clipping

Mrs. Romena Begum, Executive Director of Shelter Samaj Kallyan Shangstha has been awarded by SA TV for her outstanding works on social service

Shelter’s representation in the District GO-NGO Coordination Meeting held on 22 February, 2023

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ -এ ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা -এর শ্রদ্ধাঞ্জলি

Mrs. Romena Begum , Executive Director of Shelter Samaj Kallyan Shangstha receives a souvenir gift from the Chairman of EC Committee and other Senior Officers of the Organization on the occasion of Shelter’s Annual picnic held at Niribili Picnic Corner at Lohagara Upazilla in Narail District on 17.02. 2023.

Shelter’s participation in the Workshop on combatting human trafficking and child marriage held on 15.02.2023

Shelter’s representation in the AGM of Somonnoy Parishad 2023

Shelter’s participation on the Training on Organizational Development Management organized by ADAB

Shelter’s representation in the Upazilla Level GO-NGO Coordination Meeting held on January 26, 2023

Shelter’s representation in the District GO-NGO Coordination Meeting held on 25, January 2023

TV news clipping of Shelter’s Winter clothes and other supports.

One of the paper clippings of Shelter’s Winter clothes and other supports.

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপ-নির্বাহী পরিচালক ইয়াছিন আলী,উপ-পরিচালক শেখ শাহনূর রেজা,প্রোগ্রাম কো-অডিনেটর রোখসানা খাতুন,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তি বর্গ।

Mrs. Romena Begum, Executive Director of Shelter Samaj Kallyan Shangstha donates a Battery Operated Easy Bike to a poor family.

Anil Kumar, the only earning member of the family was a truck driver. But one day he had an accident while driving the truck and lost his left leg. After the accident his family had to experience unbearable miseries. His family consists of 5 members, his wife and four   daughters.  Mrs. Romena Begum, Executive Director of Shelter Samaj Kallyan Sangstha donates a Battery Operated Easy Bike to the family. Anil Kumar drives the donated Easy Bike.  With the income of the Easy Bike now his family is well-off.

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ বিষয়ক উঠান বৈঠকে এর কুফল ওপরিত্রানের উপায় বিষয়ে আলোচনা করেন

শেল্টার সমাজ কল্যাণ সংস্থা সম্প্রতি Human Health Helpline (HHH) –Dhaka এর সাথে Partnership-এ ঝিনাইদহ জেলার লিড এনজিও হিসাবে টেলিমেডিসিন সেবা প্রদান করছে I প্রকল্পের পার্টনার এনজিও ‘কৃষক বন্ধুর’ কার্যক্রম পরিদর্শন করেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম I