দেশের বন্যা কবলিত ১২ টি জেলায় চলছে মানবিক বিপর্যয়। এ বিপর্যয়ে জরুরীভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শেল্টার সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার নিবেদিত প্রাণ কর্মীরা নিরলসভাবে কাজ করে দুর্গত এলাকার মানুষের হাতে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল : ১. চাউল ২. চিনি ৩. ডাউল ; ৪. লবণ ৫. সাবান ৬. সয়াবিন তেল

৭. কাপড়কাচা পাউডার ৮. হলুদ গুড়া ৯. মরিচ গুড়া ১০. আলু

১১. স্যানিটারি ন্যাপকিন ১২. খাবার স্যালাইন ১৩. বিস্কুট

১৪. কাপড় (পাঞ্জাবী , লুঙ্গী, শাড়ি, সালোয়ার কামিজ, বাচ্চাদের পোশাক) ১৫. খাবার পানি ১৬. নগদ টাকা