গত বছরের ন্যায় এ বছরও শেল্টার সমাজ কল্যাণ সংস্থার ঝিনাইদহে পুষ্টি চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন কর্মসূচী অব্যহত রয়েছে । ১৭-০৯-২০২৪ তারিখে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সহযোগীতায় এ তালবীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সেসময় শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম, উপ-পরিচালক শাহানুর রেজা, প্রশিক্ষণ কর্মকর্তা মেহেদি হাসান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ রোমেনা বেগম জানান, মাস ব্যাপী সদর উপজেলার বিভিন্ন সড়কের পাশে, মাঠ, খালের ধারে ২০ হাজার তালবীজ বপন করা হবে।